Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন প্রেসিডেন্টের সহায়তা চাইল সিরাম ইনস্টিটিউট

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২১ ১৮:১৭

কাঁচামাল রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়ে যুক্তরাষ্ট্রের বাইরে ভ্যাকসিন উৎপাদন নির্বিঘ্ন করার লক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে প্রয়োজনীয় সহায়তা চেয়েছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ভারতীয় উৎপাদক প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনাওয়ালা। খবর টাইমস অব ইন্ডিয়া।

শুক্রবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অফিসিয়াল টুইটার হ্যান্ডল মেনশন করে এক টুইটে সিরাম সিইও আদর পুনাওয়ালা বলেন, করোনার বিরুদ্ধে সবাইকে এক হয়ে লড়তে হবে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের বাইরে যারা করোনা ভ্যাকসিন উৎপাদন করছে তাদের পক্ষ নিয়ে তিনি বলেন, ভ্যাকসিন উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট যেনো করোনা মোকাবিলায় জোরাল ভূমিকা রাখেন।

তিনি আরও বলেন, মার্কিন প্রশাসনের কাছে ইতোমধ্যেই এ সংক্রান্ত বিস্তারিত নথি পাঠানো হয়েছে।

এদিকে, সিরাম ইনস্টিটিউট কোভিশিল্ড করোনা ভ্যাকসিন স্থানীয়ভাবে উৎপাদন করছে। তারা নিজেরদের বিশাল জনগোষ্ঠীর জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করার বাইরেও বিশ্বের ৭০ দেশে করোনা ভ্যাকসিন রফতানি করছে। এছাড়াও, অপেক্ষাকৃত দরিদ্র জনগোষ্ঠীর জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিতকরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গৃহীত কোভ্যাক্স কর্মসূচির জন্যও লাখ লাখ ডোজ করোনা ভ্যাকসিন উৎপাদন করছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

অন্যদিকে, চলতি মাসের শুরুর দিকে সিরামের পক্ষ থেকে জানানো হয়েছিল, নানান জটিলতায় প্রতিশ্রুতি অনুসারে করোনা ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। এ ব্যাপারে ভারত সরকারের সহায়তা কামনার পাশাপাশি আন্তর্জাতিক নেতৃবৃন্দকেও সংকট মোকাবিলায় যুক্ত করছে প্রতিষ্ঠানটি। তারই অংশ হিসেবে এবার মার্কিন প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করল সিরাম।

সারাবাংলা/একেএম

আদর পুনাওয়ালা করোনা ভ্যাকসিন কোভিশল্ড মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিরাম ইনস্টটিউট অব ইন্ডিয়া (এসআইআই)

বিজ্ঞাপন

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর