Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেফাজত নেতা মুফতি শরিফউল্লাহ কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২১ ১৭:৪১

ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহ’র রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১৬ এপ্রিল) এক দিনের রিমান্ড শেষে মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ শরিফউল্লাহকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় তার পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

গত ১৪ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে একদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

এর আগে গত ১৩ এপ্রিল রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার মীর হাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, শরিফউল্লাাহকে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের (২০১৩ সালের ৬ মে) একটি মামলায় গ্রেফতার দেখান হয়েছে। ওই মামলায় তিনি এজাহারনামীয় আসামি।

উল্লেখ, স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিব শতবর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশে আসা নিয়ে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। সম্প্রতি হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের রিসোর্টকাণ্ডের পর একে একে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের গ্রেফতার অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সারাবাংলা/এআই/এনএস

মুফতি শরিফউল্লাহ কারাগারে হেফাজত নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর