Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়ায় নির্যাতনে শিশুর মৃত্যু, পলাতক বাবা ও সৎ মা

লোকাল করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২১ ১৬:৫১

মঠবাড়িয়া (পিরোজপুর): জেলার মঠবাড়িয়ায় বাবা ও সৎ মায়ের নির্যাতনে হামজালা নামের ৪ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশুটির বাবা স্টিল মিস্ত্রি জুয়েল পৌর শহরের ৩নং ওয়ার্ডের ইউসুফ মোল্লার ছেলে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে শিশু হামজালাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, মা-বাবার বিচ্ছেদ হওয়ার পর নানির কাছে বড় হওয়া শিশু হামজালাকে গত বুধবার বেড়াতে নিয়ে যায় সৎ মা সাহানা বেগম। পরে শিশুটিকে অমানুষিক নির্যাতন করা হয়। আহত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল পাঠান।

কিন্তু শিশুটির বাবা ও সৎ মা বরিশাল না নিয়ে গোপনে হাসপাতাল সড়কের মা ও শিশু ক্লিনিকে ভর্তি করে। সেখানে শিশুটির অবস্থার অবনতি ঘটলে পরে বৃহস্পতিবার সকালে শিশু হামজালাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে অ্যাম্বুলেন্সে করে শিশুটির লাশ গভীর রাতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে ফেলে রেখে বাবা ও সৎ মা পালিয়ে যায় । সংবাদ পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করেছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, ‘শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। শিশুটির বাবা ও সৎ মা পলাতক রয়েছে। এব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

পলাতক বাবা শিশুর মৃত্যু সৎ মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর