মেয়াদোত্তীর্ণ করোনা কিটসহ গ্রেফতার ৯
সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২১ ১৪:৫৪
১৬ এপ্রিল ২০২১ ১৪:৫৪
ঢাকা: অননুমোদিত মেডিকেল ডিভাইস আমদানিকরণ, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট এবং রি-এজেন্ট জালিয়াতির মাধ্যমে নতুন করে মেয়াদ বসিয়ে বাজারজাতকরণের অভিযোগে রাজধানী থেকে চক্রের মূলহোতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে র্যাব ।
শুক্রবার (১৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব সদর দফতরের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মঈন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালায় র্যাব-২। এসময় বিপুল পরিমাণ অননুমোদিত, মেয়াদোত্তীর্ণ ভেজাল মেডিকেল কিট ও রি-এজেন্ট জব্দ করা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে র্যাব-২ এর মোহাম্মদপুর বসিলা ক্যাম্পে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সারাবাংলা/ইউজে/এসএসএ