Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘লকডাউনে’ হিলিতে দ্বিগুণ বেড়েছে সবজির দাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২১ ১৩:৪২

হিলি: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সারাদেশে সাত দিনব্যাপী সর্বাত্মক লকডাউন চলছে। লকডাউনে হিলিতে সকল প্রকার সবজির দাম বেড়েছে দ্বিগুণের চেয়েও বেশি। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষগুলো। এদিকে চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় দাম বেড়েছে বলে জানান হিলি বাজারের সবজি ব্যবসায়ীরা।

শুক্রবার (১৬ এপ্রিল) সকালে হিলি বাজার ঘুরে দেখা গেছে, লকডাউনের আগের দিনে সবজির যা দাম ছিল, লকডাউনের দুই দিন পেরোতেই সরবরাহ কমের অযুহাতে তা দ্বিগুণ বেড়েছে। দুই দিনের ব্যবধানে ৩০ টাকা কেজি দরের বেগুন এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। ৮ টাকা কেজির শসা বিক্রি হচ্ছে ৪০ টাকা ও ৪০ টাকার পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। ঢেঁড়স ছিলো ২৫ টাকা এখন তা বিক্রি হচ্ছে ৫০ টাকা। এছাড়াও ১০ টাকা পিসের বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ টাকা।

বিজ্ঞাপন

সবজি কিনতে আসা ভ্যানচালক আসাদুল বলেন, লকডাউনের কারনে তেমন রোজগার নেই। এদিকে আজকে বাজার করতে এসে দেখি সব সবজির দাম বেড়েছে। আমরা গরীব মানুষ দিন খাটি দিন খাই। এভাবে সবজির দাম বাড়লে আমরা পরিবার পরিজন নিয়ে কিভাবে বাঁচব।

আমেনা নামে সবজি ক্রেতার সঙ্গে কথা হয়- তিনি বলেন, বাজারে সব জিনিসের দাম বেশি। হঠাৎ এত দাম বাড়লে, আমরা সাধারণ মানুষ কি ভাবে চলবো? উপজেলা প্রশাসনের কাছে বাজার মনিটরিংয়ের দাবি জানাচ্ছি।

হিলি বাজারে খুচরা ব্যবসায়ী সোহেল রানা বলেন, লকডাউনে সব সবজির দাম বেড়ে গেছে। দাম বেশি হওয়ায় ক্রেতাদের সঙ্গে কথা বেশি বলতে হচ্ছে।

পাইকারি সবজি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, লকডাউনের কারণে বাজারে সবজির সরবারহ কম। আর চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে। আমরা বাহিরের বাজার থেকে বেশি দামে কিনছি, বাজারেও বেশি দামে বিক্রি করছি। এছাড়াও গাড়ি ভাড়া বেশি পড়ছে। সবকিছু মিলিয়ে আমাদের বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

গুণ বেড়েছে সবজির দাম হিলি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর