চট্টগ্রামে করোনায় ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু
১৬ এপ্রিল ২০২১ ১১:৩৮ | আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ১৪:৩১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন আরও ৩০৫ জন।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে শুক্রবার (১৬ এপ্রিল) সকাল পর্যন্ত চট্টগ্রামের করোনা পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তৈরি প্রতিবেদনে এ তথ্য এসেছে।
গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ৩০৫ জনের কোভিড পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে শহরের ২৭১ জন। উপজেলার ৩৪ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৬ দশমিক ৭০ শতাংশ।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া আট জনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা বলে প্রতিবেদনে বলা হয়েছে।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ৯ এপ্রিল মারা যান করোনায় আক্রান্ত একজন।
চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান জানিয়েছেন, চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৩৮০ জন। এর মধ্যে মহানগরীর ৩৭ হাজার ২১৫ জন এবং বিভিন্ন উপজেলার ৯ হাজার ১৬৫ জন।
এ পর্যন্ত মারা গেছেন ৪৪৫ জন। এদের মধ্যে ৩২৯ জন শহরের এবং ১১৬ জন বিভিন্ন উপজেলার।
সারাবাংলা/আরডি/টিআর