‘লকডাউনে’ বিধিনিষেধ পালনের দায়িত্বে থাকা পুলিশকে মারধর
১৬ এপ্রিল ২০২১ ১০:৩৯ | আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ১৪:২৯
জয়পুরহাট: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশের মতো জয়পুরহাটে চলছে সাত দিনব্যাপী সর্বাত্মক লকডাউন। লকডাউনে বিধিনিষেধ পালনের দায়িত্বে থাকা তিন ট্রাফিক পুলিশকে মারধর করেছে স্থানীয় কয়েকজন যুবক। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাট শহরের বিআইডিসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ এপ্রিল) এ ঘটনায় মামলা করা হয়েছে।
আটকরা হলেন, জয়পুরহাট পৌর শহরের বুলুপাড়া মহল্লার ফকির মন্ডলের ছেলে সান্টু মন্ডল (৩৫), সাহেব পাড়া মহল্লার মোসলেম উদ্দিনের ছেলে চঞ্চল হোসেন (৩০), রুপনগর মহল্লার সোলায়মান আলীর ছেলে সাগর হোসেন (৩৫), গুলশান মোড় মহল্লার শফিকুল ইসলামের ছেলে আশিকুর রহমান(৩০)।
ওসি আলমগীর জাহান জানান, লকডাউনের দ্বিতীয়দিনে বিধিনিষেধ পালনে কঠোর অবস্থানে ছিল পুলিশ। শহরের বিআইডিসি মোড়ে পুলিশের চেক পোস্টের সামনের রাস্তা দিয়ে আটক সান্টু মোটরসাইকেলে যাচ্ছিলেন। সরকারি নির্দেশনা অমান্য, মুখে মাস্ক এবং মাথায় হেলমেট না থাকায় চেকপোস্টের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ তাকে মোটরসাইকেলের সঠিক কাগজপত্র দেখাতে বললেই সান্টুসহ স্থানীয় কয়েকজন যুবক ৩ ট্রাফিক পুলিশকে মারধর করে। এ ঘটনায় ৩ ট্রাফিক পুলিশ আহত হয়। তাদেরকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সারাবাংলা/এসএসএ