Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে করোনা সংক্রমণরোধে শহরের বিভিন্ন সংযোগ সড়ক বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২১ ০৯:৩২

সিরাজগঞ্জ: কঠোর বিধিনিষেধ মেনে চলতে ও করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি কমাতে এবং জনসমাগম সীমিত করতে সিরাজগঞ্জ শহরের প্রধান দুটি সড়ক এসএস রোড ও মুজিব সড়কের সংযোগ সড়কগুলো বন্ধ করে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যার পর থেকে এই কার্যক্রম শুরু করে জেলা পুলিশ।

বৃহস্পতিবার রাতে সরেজমিনে সিরাজগঞ্জ শহরের এসএস রোড ও মুজিব সড়ক ঘুরে দেখা গেছে, এসএস রোড সড়কের সংযোগ সড়ক টুকু ব্রিজ হয়ে গোশালা সড়ক এবং একই সড়কের মুক্তিযোদ্ধা গলিতে বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে নির্ধারিত সকল সড়কগুলোই এভাবে বন্ধ করে দেওয়া হবে বলে জানান পুলিশ কর্মরতরা।

এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার পিপিএম বলেন, কঠোর বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে এবং অকারণে শহরে প্রবেশ ও জনসমাগম সীমিত করতেই এই কার্যক্রম।

তিনি আরও বলেন, হাসপাতাল, থানা, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে যাতায়াতসহ শহরের বাইরে কোনো উপজেলায় বা বিশেষ প্রয়োজনে দূরে কোথাও যাওয়ার রাস্তাগুলো উন্মুক্ত থাকবে।

সারাবাংলা/এসএসএ

সংযোগ সড়ক বন্ধ সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর