নেত্রকোনায় সাবেক ইউপি সদস্য খুন
১৬ এপ্রিল ২০২১ ০৮:৪০ | আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ১১:৪২
নেত্রকোনা: বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের কৈলাটি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে রুবেল মিয়া নামে সাবেক এক ইউপি সদস্য খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার (১৬ এপ্রিল) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
নিহত রুবেল মিয়া আসমা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিনি কৈলাটী গ্রামের শামছুদ্দিনের ছেলে।
ওসি বলেন, দীর্ঘদিন ধরে নিহত রুবেল মিয়ার সঙ্গে তার চাচাত ভাই কাইয়ুম, কাদির ও শাহ্জাহানদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর পরিপ্রেক্ষিতে রুবেল মিয়া বৃহস্পতিবার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে তার চাচাত ভাইরা ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে মারাত্মক জখম করে। স্থানীয়রা রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্যে শুক্রবার সকালে লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সারাবাংলা/এসএসএ