Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুরমা নদীতে নেমে যুবক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২১ ০৪:২৩

ফাইল ছবি

সুনামগঞ্জ: জেলার দিরাই উপজেলায় সুরমা নদীতে গোসল করতে নেমে কবির মিয়া (৪০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে তিনি গোসলের উদ্দেশ্যে নদীতে নামেন।

নিখোঁজ কবির মিয়া উপজেলার করিমপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামের মনহর আলীর ছেলে। খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে দিকে অনেকের সঙ্গে কবির মিয়া নদীতে গোসল করতে যান। তবে ডুব দেওয়ার পর থেকেই তিনি আর ওপরে ওঠেননি। পরে অন্যরা তাকে অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই যুবককে উদ্ধার করতে পারেনি তারা।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস দিরাই স্টেশন ইনচার্জ ইমরুল ইসলাম সারাবাংলাকে বলেন, তারা সাধ্য মতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সারাবাংলা/একেএম

দিরাই যুবক নিখোঁজ সুনামগঞ্জ সুরমা নদী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর