প্রবাসী কর্মীদের জন্য শনিবার থেকে বিশেষ ফ্লাইট
১৫ এপ্রিল ২০২১ ২৩:১৫ | আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ১০:৪৬
ঢাকা: সরকার ঘোষিত লকডাউনের কারণে দেশে ছুটিতে আসা যে সব প্রবাসী কর্মী আটকা পড়েছেন কিংবা বিদেশে কর্মী হিসেবে যেতে চাইছেন তাদের জন্য বিশেষ ফ্লাইটের উদ্যোগ দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আগামী শনিবার (১৭ এপ্রিল) থেকে চালু হচ্ছে বিশেষ ফ্লাইট। সরকারের নির্দেশনা ক্রমে আগামী এক সপ্তাহে শতাধিক ফ্লাইট পরিচালিত হবে।
বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনস, ইমিরেটস এয়ারলাইনস, সাউদার্ন এয়ারলাইনস, ইতিহাদ এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনস, ফ্লাই দুবাই, কাতার এয়ারলাইনসসহ স্ব স্ব দেশের বিমানে প্রবাসী কর্মীদের পাঠানো হবে।
সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এ বি এম মফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, প্রবাসী কর্মীদের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে সিভিল এভিয়েশন প্রতিটি ফ্লাইট পরিচালনা করবে। ফ্লাইটে স্বাস্থ্যবিধির বিষয়টি সবচেয়ে গুরুত্বের সঙ্গে দেখা হবে।
সৌদি আরব সহ কয়েকটি দেশে বিশেষ বিমানযোগে প্রবাসীদের যাওয়ার ব্যবস্থা করছে সরকার। অনেকে টিকেট কেটে রেখেছেন, আবার অনেকে সেখানে গিয়ে কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিং দিয়েছেন।
বিশেষ ফ্লাইট চালু হলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরের প্রবাসী কর্মীরা বাংলাদেশ থেকে কর্মস্থলে যেতে পারবেন।
তবে রিক্রুটিং এজেন্সিগুলো বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদসহ স্বাস্থ্যবিধি মেনে বিমানবন্দরে নেওয়ার ব্যবস্থা করবে।
অন্যদিকে প্রবাসী কর্মীরা জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ মিশনের ছাড়পত্র নিয়ে কোভিড নেগেটিভ সনদ নিয়ে দেশ আসতে পারবেন। তবে তাদের কোয়ারেন্টিনের শর্ত মানতে হবে।
গত বুধবার (১৪ এপ্রিল) থেকে লকডাউন শুরু হওয়ায় বাংলাদেশ থেকে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ছিল। তবে প্রবাসী কর্মীদের দুর্ভোগের কথা চিন্তা করে বিদেশগামী ফ্লাইট চালু রাখার দাবি জানায়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) ও অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।
সারাবাংলা/এসজে/একে