Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনে ভার্চুয়াল কোর্টে ২৩৬০ আসামির জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২১ ২১:৩৪

ঢাকা: সারাদেশে বৃহস্পতিবার অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজার ৯৮৬টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়েছে। এ সময়ে কারাবন্দি ২৩৬০ জন আসামিকে জামিন দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ (১৫ এপ্রিল) সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩৯৮৬টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ২৩৬০ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।

সাইফুর রহমান আরও জানান, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর তিন কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানির মাধ্যমে কারাবন্দি ৭ হাজার ২০৪ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।

গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হয়।

গত ১৩ এপ্রিল সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৫ হাজার ১১০টি জামিন দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ৩ হাজার ২৪০ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

এর আগে, গত ১২ এপ্রিল সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে কারাবন্দি ১ হাজার ৬০৪ জন আসামিকে জামিন দেওয়া হয়েছিল।

সারাবাংলা/কেআইএফ/এমও

আসামির জামিন ভার্চুয়াল কোর্ট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর