রানা হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড
১২ ডিসেম্বর ২০১৭ ১৩:২৩ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৫:৪১
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় রানা নামে এক যুবককে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়াও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আবদুর রহমান সর্দার এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. মাসুদ, আল আমিন ওরফে আলম, শফিকুল ইসলাম ওরফে রবিন ও জাহাঙ্গীর হোসেন। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বাবলা ও মনির হোসেনকে। এদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৯ সালের ১০ জানুয়ারি আসামিরা ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় রানাকে গলা কেটে হত্যা করে এবং মরদেহ ডেমরার শুন্যটেংরা গ্রামের আ. আলিমের ফাঁকা জমিতে ফেলে পালিয়ে যায়।
এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
গ্রেফতার করা হলে আসামি মো. মাসুদ ও আলম তারা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।
রাষ্ট্রপক্ষের হয়ে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. আবদুল কাদের পাটোয়ারী। আসামি পক্ষে ছিলেন ছিলেন বোরহান উদ্দিন ও খন্দকার মো. ফেরদৌস।
সারাবাংলা/এআই/একে/এটি