Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবদল নেতা মজনু রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২১ ১৬:২৩ | আপডেট: ১৫ এপ্রিল ২০২১ ১৬:২৯

ঢাকা: নাশকতার মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি রফিকুল আলম মজনুর পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেওয়া হয়।

শাহবাগ থানায় দায়েরকৃত ওই মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক গোলাম হোসেন খান মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। সে সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। সেই ঘটনায় রাতে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলার এজাহারে ৪৭ নেতাকর্মীর নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত অন্তত ২৫০ জনকে আসামি করা হয়েছিল।

সারাবাংলা/এআই/একেএম

ঢাকা মহানগর দক্ষিণ যুবদল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রফিকুল আলম মজনু রিমান্ডে সাবেক সভাপতি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর