Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় লকডাউন বাস্তবায়ন ও বাজারদর নিয়ন্ত্রণে মাঠে জেলা প্রশাসক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২১ ১৫:৩৭

নওগাঁ: সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে ও রমজান মাস উপলক্ষে বাজারদর নিয়ন্ত্রণ রাখতে নওগাঁয় শহরের বিভিন্ন কাঁচাবাজারগুলো ঘুরে দেখেছেন জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড, সিও অফিস, মুক্তির মোড়, বাটার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, কাঁচাবাজার ও টিসিবির পণ্য বিক্রয়সহ বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন তিনি।

এসময় যারা বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হচ্ছেন তাদের বুঝিয়ে বাড়ি পাঠান জেলা প্রশাসক। এছাড়াও কাঁচাবাজারগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলাচল ও রমজান মাস উপলক্ষে যাতে কেউ অতিরিক্ত দামে জিনিসপত্র বিক্রয় করতে না পারে এ বিষয়ে মনিটরিং করেন। সবাইকে বাজার দরের মূল্যে তালিকা দোকানের সামনে ঝুলিয়ে রাখার নির্দেশ দেন।

জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ বলেন, ‘করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সারা দেশের মতো নওগাঁতেও দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে। এই লকডাউন বাস্তবায়নে আমরা সবাই মাঠে কাজ করছি এবং সকলেই আমাদের সহযোগিতা করছে।’

তিনি আরও বলেন, ‘কাঁচাবাজারে যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করে সেজন্য সবাইকে আমরা সচেতন করছি। এছাড়াও রমজান মাস উপলক্ষে যাতে কেউ জিনিসপত্রের অতিরিক্ত মূল্য নিতে না পারে সেদিকেও আমরা নজর রাখছি ও যারা অতিরিক্ত দাম নিচ্ছে তাদের জরিমানা করছি।’

সারাবাংলা/এমও

কাঁচাবাজার নওগাঁয় লকডাউন বাজারদর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর