Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সার্ভার বিপর্যয়: আন্তঃব্যাংক চেক লেনদেন বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২১ ১৫:৩১ | আপডেট: ১৫ এপ্রিল ২০২১ ২০:২৯

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের আইটি সার্ভার বিপর্যয়ের কারণে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে লেনদেন বন্ধ রয়েছে। একই সঙ্গে আন্তঃব্যাংক চেক লেনদেনও বন্ধ হয়ে গেছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যাংক এবং তাদের গ্রাহকরা।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম সারাবাংলাকে বলেন, বাংলাদেশ ব্যাংকের সার্ভারে টেকনিক্যাল কিছু সমস্যা দেখা দিয়েছে। আশা করছেন বৃহস্পতিবারের (১৫ এপ্রিল) মধ্যে সব ঠিক হয়ে যাবে।

বিজ্ঞাপন

সমস্যার কারণ প্রসঙ্গে তিনি বলেন, সরকারের সর্বাত্মক ‘লকডাউন’ ঘোষণার কারণে তারা আগে সিদ্ধান্ত নিয়েছিলেন সব ব্যাংক বন্ধ থাকবে। এ কারণে তারা সার্ভারে হলিডে কমান্ড করেছিলেন। হলিডে কমান্ড দিলে সার্ভারের সবকিছু স্লিপিং মোডে চলে যায়। কিন্তু, পুনরায় ব্যাংক খোলার ঘোষণা দেওয়ার পর সার্ভার অন করা হলে তখন কিছু কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দায়। যে কারণে, সব কার্যক্রম ঠিকভাবে করা যাচ্ছে না। সমস্যা সমাধানে কাজ চলছে।

এ ব্যাপারে ডাচ বাংলা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং মতিঝিল ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ নাজমুস সাকের সারাবাংলাকে বলেন, সার্ভরে সমস্যার কারণে তাদের চেক ক্লিয়ারেন্সে কিছুটা সমস্যা হচ্ছে। ১৩ এপ্রিল থেকেই এই সমস্যা হচ্ছে এবং আজও একই সমস্যা হচ্ছে।

তিনি বলেন, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন যা চেকের মাধ্যমে করা হয় সেখানে সমস্যা হচ্ছে। এছাড়া সব ধরনের ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রয়েছে কোনো সমস্যা হচ্ছে না।

অন্যদিকে উত্তরা ব্যাংকের মতিঝিল লোকাল অফিসের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মুখলেছুর রহমান সারাবাংলাকে বলেন, বাংলাদেশ ব্যাংকের সার্ভার সমস্যার কারণে চেক ক্লিয়ারেন্সে কিছুটা সমস্যা হচ্ছে। তবে ব্যাংকের অন্য সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/একেএম

আন্তঃব্যাংক চেক লেনদেন বন্ধ বাংলাদেশ ব্যাংক সার্ভার বিপর্যয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর