Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়া মার্কিন নিষেধাজ্ঞার মুখে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২১ ১৪:২৩ | আপডেট: ১৫ এপ্রিল ২০২১ ১৬:৫৫

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘হস্তক্ষেপ’ এবং সাইবার হামলার অভিযোগে রাশিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসি।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এ ব্যাপারে ঘোষণা আসতে পারে বলে কয়েকটি ওয়াকিবহাল সূত্র জানিয়েছে। আরেকটি সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, অবরোধ আরোপের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গেও যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে।

বিজ্ঞাপন

এদিকে, প্রস্তাবিত নিষেধাজ্ঞায় রাশিয়ার ৩০ প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করা হতে পারে, পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণাও আসতে পারে বলে সূত্রগুলো জানিয়েছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউজ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পায়নি বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স জানাচ্ছে, বাইডেন প্রশাসনের এই পদক্ষেপ ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার বিরাজমান শীতল সম্পর্ককে আরও নাজুক করে তুলবে। এই পরিস্থিতির মধ্যেই ইউক্রেন সীমান্তে সামরিক উপস্থিতি বাড়িয়ে পশ্চিমাদের স্নায়ুর পরীক্ষা নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

অন্যদিকে, সাম্প্রতিক সাইবার হামলায় যুক্তরাষ্ট্রের সোলারউইন্ডস করপোরেশনের তৈরি করা সফটওয়্যারের নিরাপত্তা ভেদ করার যে ঘটনা ঘটেছে তারই প্রতিক্রিয়ায় এই নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। সাইবার হামলার পেছনে রাশিয়া জড়িত বলে অভিযোগ তাদের।

সাইবার হামলার মাধ্যমে রাশিয়ার হ্যাকাররা সোলারউইন্ডস করপোরেশনের পণ্য ব্যবহার করা অসংখ্য মার্কিন কোম্পানির এবং সরকারি প্রতিষ্ঠানের তথ্যে প্রবেশ করার সুযোগ পেয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ গত ডিসেম্বরে শনাক্ত হওয়া এই হামলাকে বিশ্বে এ যাবৎ ঘটে যাওয়া সবচেয়ে বড় এবং সবচেয়ে স্পর্শকাতর হামলা বলে অভিহিত করেছেন।

বিজ্ঞাপন

এছাড়াও, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কথিত হস্তক্ষেপের জন্য মস্কোকে শিক্ষা দেওয়ার একটা অভিপ্রায় আছে ওয়াশিংটনের। মার্চে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর একটি প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত ওই নির্বাচনের ফল বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের দিক থেকে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করার নির্দেশ দিয়েছিলেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) এক ফোনকলে বাইডেন পুতিনকে বলেছেন, নিজেদের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র ‘দৃঢ়’ পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। ফোনকলের বিষয়ে অবগত কর্মকর্তাকে উদ্ধৃত করে এই তথ্য দিয়েছে রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, একসঙ্গে কাজ করার মতো ক্ষেত্রগুলো চিহ্নিত করতে ‘তৃতীয় একটি দেশে’ বৈঠকে বসার জন্য পুতিনকে প্রস্তাব দিয়েছেন বাইডেন।

এর বাইরেও, কয়েক সপ্তাহে ক্রিমিয়া এবং ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধির ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে ন্যাটোর সদস্য দেশগুলো।

অপরদিকে, যুক্তরাষ্ট্র নতুন অবরোধ ঘোষণা করতে পারে এমন গুঞ্জনের প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের অপ্রত্যাশিত পদক্ষেপ যে কোনো বাজে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত হতে তাদের বাধ্য করেছে।

সারাবাংলা/একেএম

নির্বাচনে হস্তক্ষেপ যুক্তরাষ্ট্র রাশিয়া সাইবার-হামলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর