Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘লকডাউনে’ পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২১ ১৪:০৪

ঢাকা: সরকার ঘোষিত ‘লকডাউনের’ মধ্যেও পুঁজিবাজারে সূচকের বড় উত্থান হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সরকারি কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন আতঙ্ক কাটিয়ে টানা তৃতীয় দিনের মতো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৫১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচক বেড়েছে ১৮৫ পয়েন্ট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫৫টি কোম্পানির ১৭ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৭২৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৬টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫৫৬ কোটি ৪২ লাখ টাকা। আগের দিন সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫১১ কোটি ৯৩ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১০ পয়েন্টে উন্নীত হয়। এছাড়াও এদিন ডিএসই-৩০ মূল্য সূচক ২৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২২৯ কোম্পানির ৬৯ লাখ ৫২ হাজার ৫০৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৮৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৭৯ পয়েন্টে উন্নীত হয়। এদিন সিএসইতে ১৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ২৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।

সারাবাংলা/জিএস/পিটিএম

পুঁজিবাজার লকডাউন লেনদেন সূচক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর