খালেদাকে জাপানের রাষ্ট্রদূত ও পাকিস্তানের হাইকমিশনারের চিঠি
১৫ এপ্রিল ২০২১ ১৩:১১ | আপডেট: ১৫ এপ্রিল ২০২১ ১৯:৩২
ঢাকা: করোনা আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়ে তার রোগমুক্তি কামনা করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী ও জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম সাত্তারের বরাত দিয়ে প্রেসউইং সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে এসব তথ্য জানান।
তিনি জানান, করোনা শনাক্ত হওয়ার খবর শোনার পর ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী ও জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন।
এর আগে নমুনা পরীক্ষার পর গত শনিবার (১০ এপ্রিল) খালেদা জিয়ার করোনাভাইরাস (কেভিড-১৯) শনাক্ত হয়। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় গুলশানের বাসায় ব্যক্তিগত চিকিৎসক টিমের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
সারাবাংলা/এজেড/এসএসএ
করোনা খালেদা জিয়া জাপানের রাষ্ট্রদূতের চিঠি পাকিস্তান হাই কমিশনের চিঠি