Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধু হত্যার বিচারে মতিন খসরুর সাহসী ভূমিকা ছিল’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২১ ০০:২৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০২১ ০০:৪৪

চট্টগ্রাম ব্যুরো: সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আব্দুল মতিন খসরুর ঐতিহাসিক সাহসী ভূমিকার কারণে জাতির জনক বঙ্গবন্ধু হত্যার বিচার পেয়েছে বাঙালি জাতি।

বুধবার (১৪ এপ্রিল) আব্দুল মতিন খসরুর মৃত্যুর পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উপমন্ত্রী নওফেল বলেন, ‘তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের থানা ও জেলার বিভিন্ন পদে রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয় সম্পাদক এবং পরে সভাপতিমণ্ডলীর সদস্য পদে ছিলেন। ১৯৯৬ সালে ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন।’

বিজ্ঞাপন

‘সেদিন তিনি জীবনের ঝুঁকি নিয়ে, অনেকের কড়া রক্তচক্ষু অগ্রাহ্য করে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের ক্ষেত্রে জাতীয় সংসদে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। বিচারিক আদালতের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে বঙ্গবন্ধুর হত্যার বিচারকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। অনেক ষড়যন্ত্র-বাধা তাকে টলাতে পারেনি।’

আব্দুল মতিন খসরুর মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ নেতা এবং আইনজীবী সমাজ একজন বলিষ্ঠ অভিভাবক হারালো বলে মন্তব্য করেন শিক্ষা উপমন্ত্রী।

সারাবাংলা/আরডি/টিআর

আব্দুল মতিন খসরু মহিবুল হাসান চৌধুরী নওফেল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর