Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাভার্ডভ্যান চাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২১ ২৩:৪৭

প্রতীকী ছবি

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান চাপায় অটোভ্যানের আরোহী একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অটোভ্যানের চালকসহ আরো তিনজন।

বুধবার (১৪ এপ্রিল) বিকেল চারটায় ঢাকা-রংপুর মহাসড়কের দরবস্ত কালিতলা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই বাবুল দুঘর্টনার বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেন।

প্রতক্ষদর্শীরা জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের কালিতলা নামক স্থানে একটি মালবোঝাই কাভার্ডভ্যান যাত্রীবোঝাই অটোভ্যানকে চাপা দিলে অটোভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এতে চালকসহ ভ্যানের সাত যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উপজেলার দরবস্ত ইউনিয়নের দূর্গাপুরের গ্রামের আবু তাহেরের ছেলে জাহিদ (২০) মারা যায়।

পুলিশ জানিয়েছে, অপর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও তিন জনের মৃত্যু হয়। তারা পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে আনিছুর রহমান (৩০) এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে আনিছুর রহমানের মা রেহেনা বেগম (৪৫) এবং সন্ধ্যায় তার স্ত্রী রাজিয়া সুলাতানা (২৫) মারা যান।

এছাড়াও, অন্যান্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সারাবাংলা/একেএম

কাভার্ডভ্যান চাপায় মৃত্যু গাইবান্ধা গোবিন্দগঞ্জ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর