Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে শুক্রবার গ্যাস থাকবে না

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২১ ২১:৫০

প্রতীকী ছবি

ঢাকা: গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল ) এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল ) কর্তৃক হরিপুরে ভাল্ব প্রতিস্থাপন কাজের জন্য ১৬ এপ্রিল শুক্রবার ভোর সাড়ে ৪ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় গ্যাস থাকবে না।

বুধবার (১৪ এপ্রিল) তিতাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ভাল্ব প্রতিস্থাপনের কারণে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পার্শ্বের নারায়ণগঞ্জ শহর এলাকা, সিদ্ধিরগঞ্জ, আদমজী ইপিজেড, গোদনাইল, পাগলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ বিসিক, পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত এলাকা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ বিসিক, রেকাবী বাজার ও তৎসলগ্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না।

বিজ্ঞাপন

পাশাপাশি শীতলক্ষ্যা নদীর পূর্ব পার্শ্বে কাচপুর, হরিপুর, কুতুবপুর, মদনপুর, বন্দর এলাকা, কেওডালা, নাঙ্গলবন্দ ও এর আশেপাশের এলাকার সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আর এ সময়ে কেরানীগঞ্জ ও শ্যামপুর এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। সাময়িকভাবে এ অনুবিধান জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

সারাবাংলা/জেআর/একে

গ্যাস নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর