Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রোজা রেখে ভ্যাকসিন নিতে কোনো সমস্যা নেই’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২১ ২০:১০

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে রোজা রেখেও ভ্যাকসিন নিতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা জানান অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

অধ্যাপক ফ্লোরা বলেন, ‘রোজা রেখে ভ্যাকসিন নেওয়া যাবে কিনা এ প্রশ্নের মুখোমুখি হচ্ছি আমরা। এ নিয়ে আমরা ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে কথা বলেছি। ফাউন্ডেশন জানিয়েছে, রোজা রেখে ভ্যাকসিন নেওয়াতে কোনো বাধা নেই। সৌদি আরবসহ বিভিন্ন দেশে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি চলছে। আর তাই সবাইকে জানাতে চাই, রোজা রেখে ভ্যাকসিন নেওয়া যাবে।’

দেশের নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি সর্ম্পকে জানিয়ে মাতৃ ও শিশু স্বাস্থ্য কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. শামসুল হক বলেন, ‘করোনা ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির জন্য নিয়মিত ভ্যাকসিন দান কর্মসূচি ব্যাহত হয়নি। এ কর্মসূচির মধ্যে ০ থেকে ১ বছরের মধ্যে সব শিশুদেরকে ১০টি রোগের টিকা দেওয়া হয়। এই কর্মসূচি কোভিড পরিস্থিতিতে চলমান রয়েছে।’

তিনি বলেন, ‘গতকাল পর্যন্ত টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫৬ লাখ ৭৬ হাজার ৩১৩ জনকে। দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে সাত লাখ ৩৩ হাজার ১৭৫ জনকে।’

সংবাদ সম্মেলনে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম, এনসিডিসির লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন এবং এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর