Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনা নেগেটিভ হওয়ার ২৮ দিন পরে ভ্যাকসিন নেওয়া যাবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২১ ১৯:০৭ | আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ২৩:৫০

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মুক্ত হওয়ার ২৮ দিন পর ভ্যাকসিন নেওয়া যাবে।

বুধবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা জানান অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

অধ্যাপক ফ্লোরা বলেন, ‘করোনা থেকে নেগেটিভ হওয়ার ২৮ দিন পর ভ্যাকসিন নেওয়া যাবে। এটি প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়া সবার জন্যই প্রযোজ্য হবে।’

তিনি বলেন, ‘অনেক জায়গা থেকেই নানা তথ্য পাওয়া যাচ্ছে। তবে স্বাস্থ্য অধিদফতর মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী চলছে। অতিরিক্ত পার্শ্বপ্রতিক্রিয়ায় যেন কোনো সমস্যা না হয়, সে সাবধানতার জন্য ২৮ দিন পর, অর্থাৎ চার সপ্তাহ পর ভ্যাকসিন নেওয়ার জন্য বলা হচ্ছে।’

ভ্যাকসিন সনদ বিষয়ে অধ্যাপক ফ্লোরা বলেন, ‘এটি নিয়ে কাজ করছে সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়। আরও এক সপ্তাহ পরে সিস্টেমে এটা অনবোর্ড হবে। তখন সবাইকে জানানো হলে তারা ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।’

সংবাদ সম্মেলনে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম, এনসিডিসির লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন এবং এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

লিটনের দুই অনুপ্রেরণা কারা?
১৩ জানুয়ারি ২০২৫ ১১:১৩

আরো

সম্পর্কিত খবর