Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশেষ ব্যবস্থায় কাজে যোগ দেবেন প্রবাসীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২১ ১৮:৪০ | আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ২০:৪৩

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে আরোপিত লকডাউনের কারণে যে প্রবাসীরা কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছেন তাদের জন্য কয়েকদিনের মধ্যেই বিশেষ ব্যবস্থা চালু করবে সরকার।

বুধবার (১৪ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যারা বিদেশে কাজ করতে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন, তাদের চিন্তার কোনো কারণ নেই। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অন্যদেশগুলো থেকে ফ্লাইট যাওয়ার ব্যাপারে অনেকদিন ধরে নিষেধাজ্ঞা থাকার কারণে বাংলাদেশ থেকে শ্রমিকের চাহিদা বেড়েছে।

তিনি নিজে দুই সপ্তাহ আগে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে গিয়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন, বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, চলমান ‘লকডাউন’ এমন একটি পদক্ষেপ সকলেই এর আওতায় এসেছেন। কষ্ট হলেও এই সিদ্ধান্ত মানতেই হবে। তবে, কয়েকদিনের মধ্যেই শুধু প্রবাসীদের কাজে যোগদানের (ফেরার নয়) জন্য বিশেষ ব্যবস্থা চালু করা হবে।

সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কারও যোগদানে কয়েকদিন দেরি হলেও সরকারিভাবে সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনা করে তা ঠিক করে নেওয়া হবে।

সারাবাংলা/জেআইএল/একেএম

টপ নিউজ নভেল করোনাভাইরাস পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর