Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আব্দুল মতিন খসরুর মৃত্যুতে বস্ত্র ও পাটমন্ত্রীর শোক

সারাবাংলা ডেস্ক
১৪ এপ্রিল ২০২১ ১৮:০৬ | আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ১৮:০৯

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক আইনমন্ত্রী এবং সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি আবদুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি।

পাটমন্ত্রী ব্যক্তিগতভাবে এবং নারায়ণগঞ্জ জেলার জনগণের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এর আগে বুধবার (১৪ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। করোনা আক্রান্ত হয়ে গত ১৬ মার্চ থেকে সিএমএইচে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইইসিইউতে) চিকিৎসাধীন ছিলেন আব্দুল মতিন খসরু। হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ এপ্রিল) তার অবস্থার অবনতি হলে ভেন্টিলেটারে নেওয়া হয়।

ওইদিন তার সহধর্মিণী সেলিনা সোবাহান খসরু গণমাধ্যমকে জানান, করোনা আক্রান্ত হওয়ার পর তাকে সিএমএইচে ভর্তি করা হয়। পরে ফুসফুসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। সেখান থেকে ভেন্টিলেটারে নেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএসএ

আব্দুল মতিন খসরুর মৃত্যু বস্ত্র ও পাটমন্ত্রীর শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর