Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শামসুজ্জামান খানের মৃত্যুতে বস্ত্র ও পাটমন্ত্রীর শোক

সারাবাংলা ডেস্ক
১৪ এপ্রিল ২০২১ ১৭:৪৯

ঢাকা: বাংলা একাডেমির সভাপতি ও বিশিষ্ট লোক-সাহিত্য গবেষক অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক। বুধবার (১৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় বস্ত্র ও পাটমন্ত্রী ব্যক্তিগতভাবে এবং নারায়ণগঞ্জ জেলার জনগণের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বিজ্ঞাপন

এর আগে দুপুর আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিশিষ্ট ফোকলোরবিদ, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান।

করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বাংলা একাডেমির সভাপতি। পরিস্থিতির অবনতি হলে সম্প্রতি তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রোববার (১১ এপ্রিল) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

সারাবাংলা/পিটিএম

গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী বাংলা একাডেমি বীরপ্রতীক সভাপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর