Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতাকে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২১ ১৫:৩৯ | আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ১৫:৪৪

নেত্রকোনা: জেলার কেন্দুয়ায় ১৭ বছরের নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা সন্তোস মিয়াকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ এপ্রিল) ভোর রাতে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সন্তোস মিয়া কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কুণ্ডলী গ্রামের বাসিন্দা।

এর আগে, অভিযুক্ত সন্তোস মিয়ার ছেলে মো. নাজমুল হক বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজি শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মামলার তথ্য অনুযায়ী জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরীর বাবা-মাসহ আরও তিন ভাই রয়েছে। তারা গরিব পরিবার হওয়ায় ঢাকা গাজীপুরের বোর্ডবাজার-২৭ এলাকায় বসবাস করত। তাদের দুই ভাইয়ের একজন রাজমিস্ত্রী, একজন সিএনজি মিস্ত্রী এবং অন্যজন সিএনজি চালকের কাজ করেন। কিন্তু তাদের পিতা আসামি সন্তোস বাসায় সাংসারিক কাজ দেখাশোনা করতেন। এই সুযোগে তার মেয়েকে বাসায় একা পেয়ে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তার মাকে তালাক দিবে এবং ভাইদের খুন করার হুমকি দিতেন তিনি। এভাবে ভয় দিখিয়ে দুই থেকে তিন বছর বাসায় একা পেয়ে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে আসছেন তিনি।

ধর্ষক তার বাবা হওয়ায় সম্মানের ভয়ে কাউকে না জানিয়ে নির্যাতন সহ্য করে আসছিলেন ওই কিশোরী। এ অবস্থায় গত কুরবানির ঈদের কয়েকদিন পরে গাজীপুর হইতে কেন্দুয়ায় গ্রামের বাড়িতে চলে আসে। এ অবস্থায় গত রোববার (১১ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ভুক্তভোগীকে তার পিতা দোকানে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ির পার্শ্ববর্তী ধান ক্ষেতের পাশে নিয়ে খুন করার ভয়ভীতি দেখিয়ে আবারও জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ভুক্তভোগী অতিষ্ট হয়ে অন্যায় কাজ সহ্য করতে না পেরে তার পরিবারের লোকজনকে সব ঘটনা জানায়। পরে মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় মেয়ের বড় ভাই মো. নাজমুল হক বাদী হয়ে তার পিতার বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ওসি কাজি শাহনেওয়াজ জানান, ভুক্তভোগীর ভাই মো. নাজমুল হক বাদী হয়ে তার পিতার বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার পর গত ভোর রাতে (সেহেরির সময়) সন্তোস মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আজ (বুধবার) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাবাংলা/এনএস

নিজের মেয়েকে ধর্ষণ পিতা গ্রেফতার