Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২১ ১৫:১২ | আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ১৬:২৬

ঢাকা: বিশিষ্ট ফোকলোরবিদ, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান আর নেই। করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ এপ্রিল) মৃত্যুবরণ করেন তিনি।

বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বাংলা একাডেমির উপ-পরিচালক আমিনুর রহমান সুলতান বিষয়টি নিশ্চিত করে জানান, অধ্যাপক শামসুজ্জামান খান দুপুর আড়াইটার দিকে মারা গেছেন।

বিজ্ঞাপন

করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বাংলা একাডেমির সভাপতি। পরিস্থিতির অবনতি হলে সম্প্রতি তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রোববার (১১ এপ্রিল) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

শামসুজ্জামান খান একাডেমির মহাপরিচালকও ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শামসুজ্জামান খান ১৯৪০ সালের ২৯ ডিসেম্বর মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য কাজ বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা শিরোনামে ৬৪ খণ্ডে ৬৪ জেলার লোকজ সংস্কৃতির সংগ্রহশালা সম্পাদনা এবং ১১৪ খণ্ডে বাংলাদেশের ফোকলোর সংগ্রহমালা সম্পাদনা।

কাজের স্বীকৃতি হিসেবে একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, অগ্রণী ব্যাংক পুরস্কার, কালুশাহ পুরস্কার, দীনেশচন্দ্র সেন ফোকলোর পুরস্কার, শহীদ সোহরাওয়ার্দী জাতীয় গবেষণা পুরস্কারসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

বাংলা একাডেমি শামসুজ্জামান খান সভাপতি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর