Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কয়েকটি দেশের জন্য বিশেষ ফ্লাইট চালু হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২১ ১৫:০২

ঢাকা: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমান, কাতার ও সিঙ্গাপুরগামীদের জন্য শিগগিরই বিশেষ ফ্লাইট চালু করতে যাচ্ছে সরকার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আগামীকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এ বিষয়ে সিদ্ধান্তের কথা জানাবে।

বুধবার (১৪ এপ্রিল) দুপুরে অ্যাভিয়েশন কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, করোনা পরিস্থিতির কারণে ২১ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। এর ফলে বিদেশগামী অনেক যাত্রী আটকা পড়েছেন। বিশেষ করে শ্রমিকরা রয়েছেন বিপাকে। এ অবস্থার মধ্যে সরকারের এক সভায় এ সিদ্ধান্ত হলো। সভাটি ভার্চ্যুয়ালি হয়েছে।

লকডাউনকালে বিদেশগামী কর্মীদের গন্তব্য দেশে যাওয়ার বিষয়ে পররাষ্ট্রসচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান, বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ পদস্থ কর্মকর্তারা।

ওই সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলো হলো- সৌদি আরব, ইউএই, ওমান, কাতার ও সিঙ্গাপুরের জন্য শিগগিরই স্পেশাল ফ্লাইট চালু করা হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত ওয়ার্ক প্ল্যান আগামীকাল নিশ্চিত করবে।

বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদসহ স্বাস্থ্যবিধি মেনে এয়ারপোর্টে আনার দায়িত্ব রিক্রুটিং এজেন্সি করবে এবং প্রবাসী কর্মীরা কেবল জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের ছাড়পত্র গ্রহণ করে এবং দেশে প্রযোজ্য কোয়ারেন্টিন শর্ত মেনে কোভিড নেগেটিভ সনদ নিয়ে দেশে আসতে পারবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এএম

টপ নিউজ বেবিচক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর