Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমিত পরিসরে মঙ্গল শোভাযাত্রা করল চারুকলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২১ ১৪:১২

ঢাকা: সীমিত পরিসরে মঙ্গল শোভাযাত্রা করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। করোনা পরিস্থিতি ও সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ বিবেচনা করে বাংলা নববর্ষ-১৪২৮ এ বছর এভাবে উদযাপিত হয়েছে।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রতীকী এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন। এ সময় সবাই যথাযত স্বাস্থ্যবিধি মেনেই শোভাযাত্রায় অংশ নেন।

বিজ্ঞাপন

এই প্রতীকী মঙ্গল শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়াসহ চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় চারুকলা অনুষদের শিল্পীদের তৈরি বিভিন্ন মুখোশ ও প্রতীকের ব্যবহারও ছিল উল্লেখ করার মত।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার যে উৎসব ও ঐতিহ্য, সেটি অসাম্প্রদায়িক, উদার ও মানবিক মূল্যবোধসম্পন্ন।

তিনি বলেন, নানা বিবেচনায় বাংলা-১৪২৮ গুরুত্ববহ একটি বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সন্ধিক্ষণে বাংলা নববর্ষের আগমন ঘটল। আমরা এই বছরটিকে স্বাগত জানাই।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভূক্ত মঙ্গল শোভাযাত্রা। কিন্তু চলমান করোনা মহামারি পরিস্থিতিতে এ বছর পহেলা বৈশাখ উৎসবমুখর পরিবেশে উদযাপন করা সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা আশা করি আগামীতে করোনা-উত্তর বাংলাদেশে আগের রূপে বাংলা নববর্ষ উদযাপন করতে সক্ষম হব।

নানা প্রতিবন্ধকতার মধ্যেও সংক্ষিপ্তভাবে প্রতীকী এই মঙ্গল শোভাযাত্রা আয়োজন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও চারুকলা অনুষদকে ধন্যবাদ জানান কে এম খালিদ।

সারাবাংলা/টিএস/এনএস

চারুকলা টপ নিউজ বাংলা নববর্ষ ১৪২৮ সীমিত পরিসরে মঙ্গল শোভাযাত্রা