Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২১ ১১:৩৫

প্রতীকী ছবি

বগুড়া: শহরের মাটিডালি এলাকায় রাস্তার ওপর শফিউল ইসলাম পিপুল (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি একটি মশলার দোকানের কর্মচারী ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে মাটিডালী উত্তরপাড়ার মৃত আইনুল কাজীর ছেলে শফিউল্লাহ শহরের রাজাবাজারের কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনের রাস্তার ওপরই দুর্বৃত্তরা তাকে বুকে ছুরিকাঘাত করে খুন করে।

স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, ছুরিকাঘাতে হত্যার পর লাশ রাস্তার পাশেই পড়েছিল। এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে।

সারাবাংলা/এএম

ছুরিকাঘাত বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর