Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কঠোর বিধিনিষেধে বন্ধ জবি, ভার্চুয়ালি পালিত হবে বাংলা নববর্ষ

জবি করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২১ ০৯:৫৮ | আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ১২:২৬

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি অবনতির কারণে সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল বিভাগ/দপ্তর বন্ধ ঘোষণা করা হয়েছে। এবার করোনা মহামারিরর কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা এবার ভার্চুয়ালি বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন করতে যাচ্ছে।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভার্চুয়াল অনুষ্ঠানমালার আয়োজন করেছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) উপাচার্যের (দায়িত্বপ্রাপ্ত) আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

বিজ্ঞাপন

কঠোর বিধিনিষেধে বন্ধের বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে করোনা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ/দপ্তর বন্ধ থাকবে। এই সময়ে সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কঠোর বিধিনিষেধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন ও ইন্টারনেট এবং নিরাপত্তা) চালু থাকবে এবং সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য নির্দেশনাও প্রতিপালিত হবে।

অপর বিজ্ঞপ্তিতে বলা হয়, ১লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৮ (১৪ এপ্রিল, ২০২১) উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। পহেলা বৈশাখে সকাল ১০ ঘটিকায় এই অনুষ্ঠান শুরু হবে। সংগীত বিভাগের আয়োজনে ভার্চুয়ালভাবে সংগীতানুষ্ঠান মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপনের অনুষ্ঠান শেষ হবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নূরে আলম আবদুল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম।

বিজ্ঞাপন

উল্লেখ্য, করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেতে থাকায় গত ৩১ মার্চ প্রথম ধাপের বিধিনিষেধের আগেই সরকারি নির্দেশনা মোতাবেক বিভাগ/দাপ্তরিক কার্যক্রম সীমিত আকারে পরিচালনা ও বিভিন্ন বিভাগের পরীক্ষাসমূহ বন্ধ করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও প্রতিবছর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হলেও এবার ভার্চুয়ালি বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন করতে যাচ্ছে।

সারাবাংলা/এনএস

কঠোর বিধিনিষেধ করোনাভাইরাস জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা নববর্ষ ১৪২৮ ভার্চুয়ালি বাংলা নববর্ষ উদযাপন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর