Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধার ২৬ কোটি টাকা ছাড়

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২১ ০১:০৫

ঢাকা: ৬৪২ জন শিক্ষক-কর্মচারীর জন্য কল্যাণ সুবিধার ২৬ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার ৩২৯ টাকা ছাড় হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে ৬৪২ জন শিক্ষক-কর্মচারীর জন্য কল্যাণ সুবিধার ২৬ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার ৩২৯ টাকা ছাড় দেওয়া হয়েছে। কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু এই সংক্রান্ত ফাইলে সই করেছেন। যে সমস্ত শিক্ষক-কর্মচারী ২০১৯ সালের ৩০ জুনের মধ্যে আবেদন জমা দিয়েছেন তাদেরকে এই টাকা দেওয়া হবে।

বিজ্ঞাপন

এছাড়াও যে সমস্ত মৃত শিক্ষক-কর্মচারীর নমিনি ২০১৯ সালে ৩০ জুনের মধ্যে আবেদন জমা দিয়ে পরবর্তীতে দ্রুত পাওয়ার জন্য আবেদন করেছেন তাদের টাকাও ছাড় করা হয়েছে। কল্যাণ সুবিধা আর ছাড় দেওয়া অর্থ নির্ধারিত ব্যাংকে পাঠানো হয়েছে।

অনলাইন ব্যবস্থায় ইএফটি’র মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক একাউন্টে তাদের টাকা পৌঁছে যাবে।

সারাবাংলা/টিএস/এসএসএ

শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর