Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নববর্ষের উৎসব সর্বজনীন ও অসম্প্রদায়িক: রওশন এরশাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২১ ০০:৩৭

ঢাকা: বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

শুভেচ্ছা বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, বাংলা নববর্ষ একান্তই আমাদের জাতিসত্ত্বার অংশ। বাঙালির জীবনে বছরে একবারই আসে এমনদিন। আমাদের বর্ষবরণের বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার উৎসব। এ উৎসব সর্বজনীন ও অসাম্প্রদায়িক।

তিনি আরও বলেন, নববর্ষ এসেছে এমন এক সময়ে যখন বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ করোনা ভাইরাসের সংক্রমণ, বিস্তার ও মৃত্যু নিয়ে আতঙ্কিত। পরিণতি এতটাই ভয়াবহ যে, ঘরের বাইরে বের হওয়ার পথ হয়ে গেছে।রুদ্ধ। এই অবস্থা থেকে বাঁচতে স্বাস্হ্যবিধি, সামাজিক দূরত্ব মেনে নিজ ঘর থেকেই সৃষ্টি কর্তার অনুগ্রহ প্রার্থনা করুন।

বিরোধীদলীয় নেতা প্রত্যাশা করেন,সব রোগ-শোক ঝেড়ে ফেলে সুখী-সমৃদ্ধ জাতি গঠনে নতুন বছর দেশবাসীর জন্য শান্তি ও সমৃদ্ধির বার্তা বয়ে আনবে।

সারাবাংলা/এএইচএইচ/এসএসএ

নববর্ষ রওশন এরশাদ

বিজ্ঞাপন

‘মানুষ অবদান মনে রাখে না’
২২ জানুয়ারি ২০২৫ ১৬:২৬

আরো

সম্পর্কিত খবর