Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩ এপ্রিল ভার্চুয়াল কোর্টে ৩২৪০ জন আসামির জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২১ ২২:১৪

ঢাকা: সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানি করে ৫ হাজার ১১০টি জামিন আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে কারাবন্দি ৩ হাজার ২৪০ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার (১২ এপ্রিল) থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতিজরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।

মঙ্গলবার সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৫ হাজার ১১০টি জামিন দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ৩ হাজার ২৪০ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

এরপর আগে গত ১২ এপ্রিল (সোমবার) এক হাজার ৬০৪ জন আসামিকে জামিন দেওয়া হয়েছিল।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

জামিন ভার্চুয়াল কোর্ট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর