Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র অধিকার পরিষদের আখতারকে তুলে নেওয়ার অভিযোগ

ঢাবি করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২১ ২১:৩২ | আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ২১:৩৯

ঢাকা: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি আখতার হোসেনকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সংগঠনটির নেতাকর্মীদের দাবি শাহবাগ থানায় আখতারের নামে একটি মামলাও দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে ঢাবি’র আইন অনুষদের সামনে থেকে তাকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে বলে সারাবাংলাকে জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন।

বিজ্ঞাপন

তবে, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ সারাবাংলাকে বলেন, তারা এ ব্যাপারে কিছুই জানেন না। যার কথা বলা হচ্ছে, তাকে শাহবাগ থানা পুলিশ আটক করেনি।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রমজান মাস উপলক্ষে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে মধুর ক্যান্টিন থেকে আইন অনুষদের সামনে গেলে কয়েকজন এসে আখতারকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবকেও তুলে নেওয়ার চেষ্টা করলে তিনি পালিয়ে যান।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলার অজুহাতে ডেকে নিয়ে জোরপূর্বক আখতারকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান পালিয়ে রক্ষা পাওয়া আদিব। তিনি সারাবাংলাকে বলেন, আইন অনুষদের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ রইস উদ্দিন তাদের পথরোধ করেন। পরে, পুলিশের গাড়ি দেখিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা কথা বলতে চান বলে জানান রইস উদ্দিন। গাড়ির কাছাকাছি গেলে জোরপূর্বক আখতারকে উঠিয়ে নিয়ে যায় তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআইআর/একেএম

আখতার হোসেন টপ নিউজ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর