Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামবাসীকে আ.লীগের বাংলা নববর্ষের শুভেচ্ছা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২১ ২১:২৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং নগর মহিলা লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। একইসঙ্গে তারা পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে করোনা মহামারি থেকে মুক্তি কামনায় এবাদত-বন্দেগির জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে নেতারা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বাঙালি জাতির মঙ্গল, কল্যাণ ও সমৃদ্ধি এবং উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। আমরা সকলে বাইরের আনুষ্ঠানিকতা ও লোকসমাগম এড়িয়ে ঘরে থেকে হৃদয়-মন-অন্তরের মর্মমূলে নববর্ষের মাঙ্গলিক বারতা ধারণ করব। একইসঙ্গে বঙ্গবন্ধুর আরাধ্য সোনার বাংলা বাস্তবায়নে একযোগে কাজ করার শপথ নেব ‘

বিজ্ঞাপন

রমজানকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, ‘রমজান মাসে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে ধর্মীয় অনুশাসন অনুসরণ করে করোনা সংক্রমণের বিস্তার রোধ প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব ও কর্তব্য। সরকার ঘোষিত নির্ধারিত তারিখ অনুযায়ী লকডাউনের কার্যকারিতা অক্ষুন্ন রেখে নিজেকে, পরিবারকে এবং সমাজকে বিপদমুক্ত রেখে এবাদত বন্দেগী ও রোজা-নামাজের মাধ্যমে ধর্মীয় আচার-আনুষ্ঠানিকতা পালনের কোনো বিকল্প নেই।’

সারাবাংলা/আরডি/এমআই

আওয়ামী লীগ করোনা নববর্ষ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর