‘সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসব, সে প্রস্তুতি রয়েছে’
১৩ এপ্রিল ২০২১ ১৯:৫৮ | আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ০০:০০
ঢাকা: বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণ করতে দেশের সবাইকে পর্যায়ক্রমে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার পরিকল্পনা ও প্রস্তুতি সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, এরই মধ্যে ৫৬ লাখের বেশি মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। যারা প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। আমরা পর্যায়ক্রমে দেশের সবাইকে টিকার আওতায় নিয়ে আসব। আমাদের সে প্রস্তুতি রয়েছে।
আরও পড়ুন- ‘শঙ্কিত হবেন না, সরকার সবসময় আপনাদের পাশে আছে’
মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলা নববর্ষের প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
করোনা সংক্রমণ পরিস্থিতিতে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম তুলে ধরে শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস মোকিবিলায় বিজ্ঞানীরা বেশ কয়েকটি ভ্যাকসিন আবিষ্কার করেছেন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সেগুলোর মধ্যে অন্যতম। আমাদের সৌভাগ্য, ভ্যাকসিন উৎপাদনের শুরুতেই উল্লেখযোগ্য পরিমাণ ভ্যাকসিনের ডোজ আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। তবে ভ্যাকসিন দিলেই একজন যে সম্পূর্ণভাবে সুরক্ষিত হবেন, এমন নিশ্চয়তা নেই বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন। কাজেই ভ্যাকসিন নেওয়ার পরও আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
আরও পড়ুন- ‘জীবন সবার আগে, বেঁচে থাকলে সবকিছু গুছিয়ে নিতে পারব’
স্বাস্থ্যবিধি অনুসরণের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সবাইকে সাবধান হতে হবে। আমাদের নিজের, পরিবারের সদস্যদের ও প্রতিবেশীর সুরক্ষা প্রদানের দায়িত্ব আমাদের প্রত্যেকের। কাজেই ভিড় এড়িয়ে চলুন। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন। ঘরে ফিরে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে গরম পানির ভাপ নিন। করোনাভাইরাস মোকাবিলায় সরকার এরই মধ্যে ১৮-দফা নির্দেশনা জারি করেছে। আমরা যদি সবাই করোনাভাইরাস মোকাবিলার স্বাস্থ্যবিধি মেনে চলি, অবশ্যই এই মহামারিকে আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব, ইনশাআল্লাহ।
সরকার এই মহামারিতে স্বাস্থ্যসেবা বাড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ঢাকাসহ সারাদেশের প্রতিটি জেলায় করোনাভাইরাস রোগীর চিকিৎসা সুবিধার আওতা আরও বাড়ানো হচ্ছে। এরই মধ্যে করোনাভাইরাস রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত সরকারি হাসপাতাগুলোতে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদ্যমান আইসিইউ সুবিধা আরও বাড়ানো হচ্ছে।
আরও পড়ুন- নতুন বছরের শপথ হোক— জঞ্জাল-গ্লানি ধুয়ে-মুছে দৃপ্ত পায়ে এগিয়ে যাব
সবাই মিলে করোনা মহামারি মোকাবিলার প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাঙালি বীরের জাতি। নানা প্রতিকূলতা জয় করেই আমরা টিকে আছি। করোনাভাইরাসের এই মহামারিও আমরা ইনশাআল্লাহ মোকাবিলা করব। নতুন বছরে মহান আল্লাহর দরবারে তাই প্রার্থনা, বিশ্বকে এই মহামারির হাত থেকে রক্ষা করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা।
সারাবাংলা/এনআর/টিআর
জাতির উদ্দেশে ভাষণ টপ নিউজ পহেলা বৈশাখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গাব্দ ১৪২৮