Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শঙ্কিত হবেন না, সরকার সবসময় আপনাদের পাশে আছে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২১ ১৯:৪১ | আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ২১:৩৪

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে বিরূপ পরিস্থিতি মোকাবিলা করতে হলেও সবাইকে ভরসা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সবসময় সাধারণ মানুষের পাশে আছে। দরিদ্র-নিম্নবিত্তসহ সব মানুষের জন্য যা কিছু প্রয়োজন, সরকার তা করার চেষ্টা করছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। বঙ্গাব্দ ১৪২৮-এর সূচনার প্রাক্কালে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে তিনি এ ভাষণ দেন। ভাষণে তিনি বিশ্বের সব বাঙালি জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ‘জীবন সবার আগে, বেঁচে থাকলে সবকিছু গুছিয়ে নিতে পারব’

প্রধানমন্ত্রী করোনা সংক্রমণ পরিস্থিতি তুলে ধরে বলেন, গত বছর করোনাভাইরাস আঘাত হানার পর আমাদের নানাবিধ বিরূপ পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। এই মহামারি প্রতিরোধে যেহেতু মানুষের সঙ্গ-নিরোধ অন্যতম উপায়, সে জন্য আমাদের এমন কিছু পদক্ষেপ নিতে হয়েছে যার ফলে মানুষের জীবন-জীবিকার ওপর প্রভাব পড়েছে।

তিনি বলেন, মানুষের জীবন রক্ষার পাশাপাশি আমাদের অর্থনীতি, মানুষের জীবন-জীবিকা যেন সম্পূর্ণরূপে ভেঙে না পড়ে, সেদিকে আমরা কঠোর দৃষ্টি রাখছি। সবার সহযোগিতায় আমরা বেশকিছু কার্যক্রম হাতে নিয়েছিলাম, যার ফলে গত বছর করোনাভাইরাস মহামারিজনিত প্রভাব আমরা সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছি।

আরও পড়ুন- নতুন বছরের শপথ হোক— জঞ্জাল-গ্লানি ধুয়ে-মুছে দৃপ্ত পায়ে এগিয়ে যাব

এ বছরও সরকার মানুষের পাশে আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আপনাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকার সবসময় আপনাদের পাশে রয়েছে। দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর আমি দরিদ্র-নিম্নবিত্ত মানুষদের সহায়তার জন্য কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছি। আমরা এরই মধ্যে পল্লী অঞ্চলে কর্মসৃজনের জন্য ৮০৭ কোটি ৬৫ লাখ টাকা এবং পবিত্র রমজান ও আসছে ঈদুল ফিতর উপলক্ষে ৬৭২ কোটিরও বেশি টাকা বরাদ্দ দিয়েছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, এর মাধ্যমে দেশের প্রায় ১ কোটি ২৪ লাখ ৪২ হাজার নিম্নবিত্ত পরিবার উপকৃত হবে। গত বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে ভিজিএফ, টেস্ট রিলিফসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বাড়ানো হয়েছে।

সব প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে শেখ হাসিনা বলেন, যুগে যুগে মহামারি আসে, আসে নানা ঝড়-ঝঞ্ঝা, দুর্যোগ-দুর্বিপাক। এসব মোকাবিলা করেই মানবজাতিকে টিকে থাকতে হয়। জীবনের চলার পথ মসৃণ নয়। তবে পথ যত কঠিনই হোক, আমাদের তা জয় করে এগিয়ে যেতে হবে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় তাই বলতে চাই—

আমরা চলিব পশ্চাতে ফেলি’ পচা অতীত
গিরি গুহা ছাড়ি’ খোলা প্রান্তরে গাহিব গীত।
সৃজিব জগৎ বিচিত্রতর বীর্যবান
তাজা জীবন্ত সে নব সৃষ্টি শ্রম-মহান।

সারাবাংলা/এনআর/টিআর

জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গাব্দ ১৪২৮

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর