Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ছাড়াল ৪৫ হাজার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২১ ১৮:৪১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। সোমবার (১২ এপ্রিল) সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গণমাধ্যমে পাঠানো গত ২৪ ঘণ্টার প্রতিবেদনে এই তথ্য এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬২১ জনের নমুনা পরীক্ষা করে ৪৩১ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে পাঁচ জনের।

আক্রান্ত ৪৩১ জনের মধ্যে ৩৩২ জন মহানগরের এবং ৬৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম শহরের চার জন এবং উপজেলার এক জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ২৯১ জন। এর মধ্যে শহরের ৩৬ হাজার ৩৪৫ জন এবং উপজেলার ৮ হাজার ৯৪৬ জন।

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৪৩৫ জন। এর মধ্যে ৩১৯ জন শহরের। বাকি ১১৬ জন উপজেলার বাসিন্দা।

সারাবাংলা/আরডি/এমআই

আক্রান্ত করোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর