Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লকডাউনে গার্মেন্টস-শিল্প কারখানা চালু রাখার সিদ্ধান্ত স্ববিরোধী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২১ ১৫:২৬

ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, লকডাউনের মধ্যে গার্মেন্টসসহ শিল্প-কারখানা চালু রাখার সিদ্ধান্ত স্ববিরোধী। এই ব্যাপারে সরকারের যুক্তি গ্রহণযোগ্য নয়।

মঙ্গলবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শ্রমিকেরা যদি ব্যাপকভাবে সংক্রমিত হতে থাকেন তাহলে তার দায়দায়িত্ব মালিক পক্ষ ও সরকারকেই। যুদ্ধকালীন পরিস্থিতির মতো করোনা দুর্যোগ মোকাবিলায় জরুরি ভিত্তিতে সমস্ত প্রতিষ্ঠানিক সক্ষমতা, অভিজ্ঞতা ও সম্পদ কাজে লাগানো প্রয়োজন। সরকারের নীতিনির্ধারক ও কর্মকর্তাদের প্রচারসর্বস্বতা পরিহার করে ও কথা কম বলে মহামারি মোকাবিলার বাস্তব কাজে সর্বোচ্চ মনযোগ দেওয়া প্রয়োজন।’

বিবৃতিতে তিনি শ্রমজীবী-মেহনতি, দিনমজুর ও স্বল্প আয়ের পরিবারসমূহের কাছে অনতিবিলম্বে এক মাসের খাবার ও নগদ পাঁচ হাজার টাকা করে পৌঁছানোর দাবি জানান।

এসময় তিনি স্বাস্থ্যখাতের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একইসঙ্গে তিনি করোনার টিকা আমদানির ব্যাপারে জরুরি ভিত্তিতে বিকল্প উৎস খুঁজে বের করারও দাবি জানান।

সারাবাংলা/এএইচএইচ/এমও

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর