Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক যুগ্ম সচিব আলী আহমেদ কৃষক লীগে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২১ ১২:১১

ঢাকা: সাবেক যুগ্ম সচিব ও বীর মুক্তিযোদ্ধা এড. আলী আহমেদকে বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

সোমবার আওয়ামী কৃষক লীগ কেন্দ্রীয় সভাপতি কৃষিবীদ সমীর চন্দ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. উম্মে কুলসুম এমপির স্বাক্ষরিত একপত্রে আলী আহমেদকে এ মনোনয়ন দেয়া হয়।

বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলী আহমেদের পেশাগত জীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে। একপর্যায়ে আইন পেশাকে বেছে নেন তিনি। পরে বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। তারপর পর্যায়ক্রমে হয়েছেন উপজেলা ভূমি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এবং সর্বশেষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করেন তিনি।

সারাবাংলা/এএম

কৃষক লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর