Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরের স্বপ্ন সুপার শপে এসি বিস্ফোরণে আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২১ ১৮:৩৫

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের স্বপ্ন সুপার শপে এসি মেরামতের সময় বিস্ফোরণে দুইজন আহত হয়েছে। সোমবার (১২ এপ্রিল) বিকাল ৪টার দিকে ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আহতরা হলেন- মেহেদি হাসান সজিব (৩৫) ও আলমগীর হোসেন (৪৫)।

সহকর্মী মো. বাদশা জানায়, তারা মোহাম্মপুর টাউনহল বাজারে স্বপ্ন সুপার শপে কাজ করেন। আহত দু’জন স্বপ্ন সুপার শপের টেকনিশিয়ান। এসির কম্প্রেসার নষ্ট হওয়ায় মেরামতের কাজ করছিলো তারা। এসময় এসির কম্প্রেসার বিস্ফোরণ হয়। তখন তারা আহত হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় দু’জন হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। তাদের মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। শরীরের কিছু জায়গায় ঝলসে গেছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এমও

এসি বিস্ফোরণ স্বপ্ন সুপার শপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর