Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একসঙ্গে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২১ ১৭:৫৭

সুনামগঞ্জ: জেলার দোয়ারাবাজারে দুই শিশুকে ধর্ষণচেষ্টায় অভিযোগে কালা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

রোববার (১১ এপ্রিল) সন্ধ্যা বেলা উপজেলার দোহালিয়া ইউনিয়নের চৌমুহনী গ্রামে এ ঘটনা ঘটে। কালা মিয়া একই ইউনিয়নের পানাইল পুরানপড়া গ্রামের মৃত হারিছ উল্লাহর ছেলে।

এলাকাবাসী জানায়, পুরানপড়া গ্রামের চৌমুহনী পয়েন্টে পানের ব্যবসা করেন কালা মিয়া। দুই শিশু পান নিতে গেলে দোকানের ভেতর ডেকে ধর্ষণের চেষ্টা করেন। গত কয়েকদিন ধরে ওই শিশুদের টাকার প্রলোভন দেখিয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন বৃদ্ধ। দুপুরে শিশুরা বিষয়টি তাদের মায়ের কাছে বললে ঘটনা জানাজানি হয়। পরে বৃদ্ধকে গ্রামবাসী আটক করে পুলিশে দেয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, শিশুদের জবানবন্দির ভিত্তিতে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা নেওয়া হয়েছে। ওই বৃদ্ধ এখন পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সারাবাংলা/এনএস

দুই শিশুকে ধর্ষণচেষ্টা বৃদ্ধ আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর