বিধিনিষেধে ফসল কাটতে শ্রমিক পরিবহন সমন্বয় করবে জেলা প্রশাসন
১২ এপ্রিল ২০২১ ১৭:০২ | আপডেট: ১২ এপ্রিল ২০২১ ১৭:০৩
ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে আগামী বুধবার ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। এই সময়ে চলতি বোরো মৌসুমে ফসল তুলতে যাতে অসুবিধা না হয় সেজন্য শ্রমিক পরিবহনের ক্ষেত্রে জেলা প্রশাসনকে সমন্বয় করতে বলা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) মন্ত্রিপরিষদ থেকে জারি করা ১৩ দফা বিধিনিষের মধ্যে একটিতে বলা হয়, বোরো ধান কাটার জরুরি প্রয়োজনে কৃষি শ্রমিক পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসন সমন্বয় করবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর মোট ৪৮ লাখ ৮৩ হাজার ৭৬০ হেক্টর জমিতে বোরো ফসল আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় ১ লাখ ২০ হাজার হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। এই পরিমাণ জমি থেকে এবার ২ কোটি ৫ লাখ মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরইমধ্যে দেশের বিভিন্ন স্থানে বোরো ধান কাটা শুরু হয়েছে। যাতে এই কার্যক্রমে বিঘ্ন না ঘটে সে বিবেচনায় বিধিনিষেধে এ বিষয়টিও অন্তর্ভূক্ত করে দেওয়া হলো।
সারাবাংলা/জেআর/এনএস
কঠোর বিধিনিষেধ করোনাভাইরাস কৃষি শ্রমিক পরিবহন টপ নিউজ বোরো মৌসুমে ফসল কাটা