Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২১ ১৬:১৬

মুন্সিগঞ্জ: দ্বিতীয় ধাপের লকডাউনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। সোমবার (১২ এপ্রিল) ভোর রাত থেকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়ে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লকডাউনে বাড়ি ফেরা মানুষের চাপও বাড়ছে ঘাট এলাকায়।

শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় স্বাস্থ্যবিধি অপেক্ষা করে পদ্মা পাড়ি দিতে ফেরিগুলোতে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। এছাড়াও জীবনের ঝুঁকি নিয়ে অনেক যাত্রী ট্রলারযোগে পদ্মা পাড়ি দিচ্ছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহ উপ ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, সকাল থেকে ১৪টি ফেরি দিয়ে এই রুটে চলছে যাত্রী ও যানবাহন পারাপার। সকাল থেকে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ৪ শতাধিক যাত্রীবাহী ছোট প্রাইভেট কার ও কয়েক শতাধিক পণ্যবাহী যানবাহন।

বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা আরও জানান, লকডাউনের আশঙ্কায় বেশিরভাগ যাত্রীরা বাড়ি ফিরছেন। ফলে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিগুলোতে যাত্রীদের চাপ বৃদ্ধি পাচ্ছে।

সারাবাংলা/এমও

উপচে পড়া ভিড় শিমুলিয়া ঘাট

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর