এলপিজির দাম নির্ধারণ, সোমবার থেকেই কার্যকর
১২ এপ্রিল ২০২১ ১৫:০৩ | আপডেট: ১২ এপ্রিল ২০২১ ১৭:৩১
ঢাকা: সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৯১ টাকা আর বেসরকারি পর্যায়ে প্রতিকেজি ৭৬ টাকা ১২ পয়সা অর্থাৎ প্রতি সিলিন্ডার ৯৭৫ টাকা নির্ধারণ করে প্রথমবারের মতো এলপিজির দাম বেঁধে দিল সরকার। যা সোমবার (১২ এপ্রিল) থেকেই কার্যকর হচ্ছে।
সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এলপিজির নতুন নির্ধারিত দাম ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসি।
এর আগে এলপিজির দাম নির্ধারণ নিয়ে আদালতের নির্দেশসহ নানামুখী চাপের মুখে গত ১৪ জানুয়ারি গণশুনানির আয়োজন করে বিইআরসি। ওই শুনানিতে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণের সুপারিশ করে এ সংক্রান্ত কারিগরি কমিটির সুপারিশ অনুযায়ী সরকারি কোম্পানির সাড়ে ১২ কেজি এলপিজির দাম হয় ৯০২ টাকা এবং বেসরকারি কোম্পানিগুলোর দাম হয় ৮৬৬ টাকা। কিন্তু সরকারি কোম্পানি তাদের বর্তমান মূল্য ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ করার জন্য কমিশনের কাছে প্রস্তাব করে। আর মূল্যায়ন কমিটি আরও ২০০ টাকা বাড়িয়ে প্রতি সিলিন্ডার ৯০২ টাকা এবং বেসরকারি কোম্পানিগুলোর জন্য ১২৬৯ টাকা থেকে কমিয়ে ৮৬৬ টাকা নির্ধারণ করার সুপারিশ করে।
আইন অনুযায়ী এই গণশুনানির ৯০ দিনের মধ্যে আদেশ দেওয়ার নিয়ম রয়েছে। সে হিসেব বজায় রেখে বরং দুদিন আগেই দাম ঘোষণা করলো বিইআরসি। এলপিজির পাশাপাশি প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪৭ দশমিক ৯২ টাকা নির্ধারণ করে দিয়েছে।
সারাবাংলা/জেআর/এএম