Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২১ ১২:২৩

নারায়ণগঞ্জ: শহরের চাষাঢ়ার প্রেসিডেন্ট রোড এলাকায় জিএম গার্ডেন নামে একটি আবাসিক ভবনের ৮ তলার রান্নাঘরে গ্যাসলাইনের লিকেজে জমে থাকা গ্যাস বিস্ফোরণের আগুনে উজ্জল ও মানিক নামে দুই নৈশপ্রহরী দগ্ধ হয়েছেন। তাদের শরীরের বেশিরভাগ ঝলসে গেছে।

রোববার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। দ্গ্ধ দুই নৈশপ্রহরীকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, জিএম গার্ডেনের ৮ তলায় ছিল কমিউনিটি সেন্টারেরর আদলে কয়েকটি কক্ষ। ভবনের কারও কোনো অনুষ্ঠান হলে সেখানে আয়োজন করা হতো। সেইখানেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ব্যাপারে ওই ভবনের আরেক নৈশপ্রহরী মোহাম্মদ আলী জানান, ৮ তলায় গ্যাসের লাইনে সমস্যা ছিল। মিস্ত্রি এসে সেটা মেরামত করে এক পর্যায়ে নিচে নেমে যায়। তখন রান্না ঘরের বন্ধ দরজা জানালার ভেতরে জমে থাকে গ্যাস। পরে দুই নৈশ প্রহরী সিগারেট হাতে উপরে উঠে রুমে প্রবেশের সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এতে দুই জনই দগ্ধ হয়।

সারাবাংলা/একেএম

গ্যাসলাইন বিস্ফোরণ দগ্ধ নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর