Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের পরমাণু স্থাপনায় হামলা, অভিযুক্ত মোসাদ

আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২১ ১১:০৩ | আপডেট: ১২ এপ্রিল ২০২১ ১৪:০০

ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে নাশকতার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে বলে দেশটির শীর্ষ পারমাণবিক কর্মকর্তা আলি আকবর সালেহি অভিযোগ করেছেন। খবর রয়টার্স।

রোববার (১১ এপ্রিল) ভূ-গর্ভস্থ এই পারমাণবিক কেন্দ্রটিতে বৈদ্যুতিক গোলযোগের একটি ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছিল। কিন্তু, পরে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে জানানো হয় সেখানে পারমাণবিক সন্ত্রাসবাদের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ নাতানজ পারমাণবিক কেন্দ্রটিতে সাইবার হামলা চালিয়েছে বলে গোয়েন্দা সূত্রগুলোর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত রেডিও কান। তবে, ওই গোয়েন্দাদের জাতীয়তা প্রকাশ করেনি তারা।

এদিকে, ইরানের পরমাণু শক্তি সংস্থার (এইওআই) মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেন, নাতানজের পারমাণবিক কেন্দ্রের বৈদ্যুতিক গ্রিডে সমস্যা থেকে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় কোনো দূষণ কিংবা হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন। স্থাপনাটিতে নতুন অত্যাধুনিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সেন্ট্রিফিউজ চালু করার একদিন পর এ খবর পাওয়া গেলো।

প্রসঙ্গত, ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানে নাতানজ পরমাণু কেন্দ্রটি অবস্থিত। এটিকে ইরানেরে পরমাণু কর্মসূচির কেন্দ্রস্থল হিসেবে আখ্যায়িত করা হয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকেরা এই স্থাপনাটির তত্ত্বাবধান করে থাকেন। তবে এই হামলার বিষয়ে আইএইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

অন্যদিকে, এই ঘৃণ্য পদক্ষেপের নিন্দা জানানোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার উচিত এই পরমাণু সন্ত্রাসবাদের মোকাবিলা করা। অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অধিকার ইরানের রয়েছে — বলেন দেশটির পরমাণু কর্মসূচির প্রধান আলি আকবর সালেহি।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

ইরান ইসরায়েল পারমাণবিক কেন্দ্র মোসাদ হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর